টাকার লোভ দেখিয়ে ৪ নাবালিকাকে পাচারের চেষ্টা! আটকে দিয়ে উদ্ধার করল পুলিশ

মানবপাচার রোধে কড়া নজরদারির আবেদন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-19 at 5.00.24 PM

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টাকার লোভ ও খাবারের প্রলোভন দেখিয়ে ৪ নাবালিকাকে আসামে পাচারের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার হয় জ্যোৎসলাময়ী স্কুল ও শিলিগুড়ি গার্লস’ হাইস্কুলের ওই ৪ ছাত্রী।

অভিযোগ, জ্যোৎসলাময়ী স্কুলের সামনে কয়েকদিন ধরে এক মহিলা ঘোরাফেরা করছিল। তার মাধ্যমেই ৩ নাবালিকার সঙ্গে যোগাযোগ হয়। পরে শিলিগুড়ি গার্লস’ হাইস্কুলের আরও এক পড়ুয়াকে টাকার প্রলোভন দেখিয়ে দলে টেনে নেওয়া হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে অভিযোগ, ৪ জনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। শিলিগুড়ি থানায় নিয়ে গিয়ে নাবালিকাদের কাছ থেকে বিবরণ শোনা হয়েছে।

দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান যে শিলিগুড়িতে মানবপাচারের ঘটনা বাড়ছে। তাই বিভিন্ন ক্যাম্প, সচেতনতা কর্মসূচি ও সতর্কবার্তা আরও জোরদার করা হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Screenshot 2025-11-19 130229