New Update
/anm-bengali/media/media_files/5l5sSMk7tfKi4W2xp16D.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আজ পুলিশ ডে। এই দিনটিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তা নিয়ে একটি র্যালি করা হয়।
/anm-bengali/media/media_files/reTcyKACy6eCGQy1Eai7.jpeg)
পাশাপাশি পিংলা থানা ক্যাম্পাসে পিংলার ব্লকের অন্তগর্ত প্রাক্তন পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানানো হয়৷ উপস্থিত ছিলেন ডেবরা এস ডি পি ও গোবিন্দ সিকদার, ডেবরা সি আই অভিষেক বিশ্বাস, পিংলা থানার ওসি শুভঙ্কর রায় সহ অন্যান্যরা।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us