New Update
/anm-bengali/media/media_files/2025/11/30/whatsapp-ima-2025-11-30-22-27-23.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মাত্র ৩০ মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়েই ফিরে যেতে হল এক পরীক্ষার্থীকে। বুধবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছিল। নিয়ম অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়। ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল বালিচক গার্লস হাইস্কুল। তাঁর খড়গপুর থেকে ট্রেনে আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত ট্রেনটি না পাওয়ায় পরের ট্রেনে উঠতে হয় তাঁকে। ফলে পৌঁছতে দেরি হয়ে যায়। সকাল ১১টা নাগাদ পরীক্ষাকেন্দ্রে হাজির হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে ভিতরে ঢুকতে দেননি। পরীক্ষার্থী বারবার অনুরোধ করলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত পরীক্ষা না দিয়েই তাঁকে বাড়ি ফিরে যেতে হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us