New Update
/anm-bengali/media/media_files/2025/07/14/whatsapp-image-2025-07-14-2025-07-14-16-37-47.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই জন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা। মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকরা বনধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী-সমর্থকরা রীতিমত বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন কিন্তু পুলিশ এসে তাদের নিগ্রহ করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরির বাঁশগরায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/aH3mg5Qw3oZLUPpBpblZ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us