'এক ফোঁটা রক্তে বাঁচে প্রাণ, সেই রক্ত যে দেয় সেই হয় মহান'

উদ্বোধনের সময় ছিলেন ডিসি এবং এসিপি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 2.44.56 PM (1)

হরি ঘোষ, দুর্গাপুর: 'এক ফোঁটা রক্তে বাঁচে প্রাণ, সেই রক্ত যে দেয় সেই হয় মহান'- এই বার্তা দিয়ে সম্পন্ন হল পুলিশের রক্তদান শিবির। 

দুর্গাপুর সাব ট্রাফিকের উদ্যোগে দুর্গাপুরের সেপকো এলাকায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্বোধন করেন ডিসি ট্রাফিক ভি জি সতীশ পশুমার্থী এবং এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওসি ট্রাফিক সন্দীপ সোম, সব ট্রাফিকের ওসি আমিনুর খান, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, আইনজীবী আইয়ুব আনসারী, রক্ত আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক কবি ঘোষ, রাজেশ পালিত প্রমুখ। ডিসি বলেন, "ট্রাফিক ব্যবস্থা সামলানোর পাশাপাশি আমরা সামাজিক কাজও করে থাকি। আজ সেই রকমই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ট্রাফিকের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এসেছেন রক্তদান করতে। পথ দুর্ঘটনা রুখতেও লাগাতার বার্তা দিচ্ছি আমরা"।

Screenshot 2025-06-24 143138