জেল থেকেই গ্রেফতার করা হল অভিযুক্তকে!

কোন জেলে ছিল সে?

author-image
Anusmita Bhattacharya
New Update
Arrest

হরি ঘোষ, দুর্গাপুর: ফেব্রুয়ারি মাসে বেনাচিতি বাজারে বিকাশ গড়াই নামের এক ব্যক্তির স্কুটির ডিকি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। দুর্গাপুর থানায় অভিযোগ দেওয়া হয়। তদন্তে নামে পুলিশ। 

তদন্তের ভিত্তিতে বিহারের কাটিহার থেকে সিন্টু সিং নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। বুধবার তাকে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সিনটু সিং বিহারের কাটিহার জেলে ছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। সে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা চুরি করেছিল। তার বাড়ি জলপাইগুড়ি জেলায়। পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বেনাচিতির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে তা অভিযোগকারী তার স্কুটির ডিকিতে রাখেন। এরপর একটি ওষুদের দোকান থেকে বেড়িয়ে আসার পর তার নজরে আসে, স্কুটির ডিকিতে রাখা কালো ব্যাগ সমেত প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা উধাও। ঐ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে গাড়ির নম্বর ও দুষ্কৃতীদের চিহ্নিত করে। 

Screenshot 2025-10-30 141026