কাঁথিতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার মূলপাণ্ডা, সাফল্য পেলো পুলিশ

কিভাবে করা হতো ছিনতাই?

author-image
Anusmita Bhattacharya
New Update
Arrest

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: কাঁথি শহর ও শহরতলিতে অভিনব উপায় কাজে লাগিয়ে ছিনতাই। মূলপাণ্ডাকে গ্রেফতার করলো পুলিশ। কাঁথি থানার পুলিশ অফিসার প্রণব বেরার নেতৃত্বে চুরি-ছিনতাই চক্রের মূলপাণ্ডা আলি হোসেন মোল্লাকে গ্রেফতার করা হল। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্তির নরয়মপুরে। আগে তিনজনকে গ্রেফতার করলেও, অভিযুক্ত চক্রের মূলপাণ্ডা বাড়ির ছাদ থেকে লাফ মেরে পালিয়ে যায়।  গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ছিনতাই চক্রের মূলপাণ্ডা আলি হোসেন মোল্লাকে গ্রেফতার করে। 

জানা যায় যে অভিনব উপায় কাজে লাগিয়ে ছিনতাই করা হতো। শহরে আসা মহিলাদের নকল টাকার বাণ্ডিল দিয়ে বলতো টাকাগুলো কুড়িয়ে পেয়েছে, সেগুলো ব্যাগে রাখতে। ওই টাকা ব্যাগে রাখার পর বলতো গয়নাগুলো খুলে ব্যাগে রাখতে। গয়নাগুলি ব্যাগে রাখার পর কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে যেত সোনার ও রুপো গয়না। এই নিয়ে কাঁথি থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে কাঁথি থানার পুলিশ। 

WhatsApp Image 2025-06-26 at 4.27.48 PM