দীঘা, তাজপুর, মন্দারমনিতে রমরমিয়ে অবৈধ ব্যবসা! পুলিশ ধরল একের পর এক সন্দেহভাজনকে

কি ব্যবসা হত সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-15 at 4.29.07 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনশহর দীঘা, তাজপুর, মন্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা। সেখানে বিভিন্ন লজ গুলিতে এবং রাস্তার উপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাত বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং একশ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া দিত এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করত বলে জানা গেছে। এদিন রামনগর থানার পুলিশ পিছাবনী, চাউলখোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ২২ জন মহিলা যারা দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল তাদেরকে এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরো ৫ জনকে গ্রেফতার করেছে যারা ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করত। সব মিলিয়ে এই ঘটনায় ২ পুরুষ সহ ২৭ জনকে আটক করেছে রামনগর থানার পুলিশ। আজ তাদের কাঁথি আদালতে তোলা হয়েছে। 

সাধারণ মানুষ জানিয়েছেন যে একের পর এই কুকর্ম বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল। তাই এদিন গভীর রাত্রে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে। প্রসঙ্গত, এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলির বিভিন্ন হোটেল এবং লজগুলিতে এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে চলছিল বলে অভিযোগ।

Screenshot 2025-09-15 163007