New Update
/anm-bengali/media/media_files/g0xYu2cOMCSDYtOXVwsf.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের জয়নগরে ত্রাণ নিয়ে যেতে গেল সিপিএমকে বাধা দেয় পুলিশ। রবিবার সিপিএমের একটি দল কলকাতা থেকে ত্রাণ নিয়ে যায়। দুলখাকি গ্রামে ত্রাণ নিয়ে যেতে গেলে পুলিশ সিপিএমের কর্মী সমর্থকদের বাধা দেয়। দুলখাকি গ্রামের প্রায় চার কিলোমিটার আগেই সিপিএমের কর্মী, সমর্থক ও নেতাদের আটকে দেওয়া হয়। যার জেরে পুলিশ কর্মীদের সঙ্গে সিপিএমের নেতা কর্মীদের বচসা শুরু হয়। এর আগে ১৪ নভেম্বর জয়নগরের দুলখাকি গ্রামে ত্রাণ দিতে যাওয়ার চেষ্টা করেছিল সিপিএম। তখনও তাদের পুলিশ বাধা দেয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us