/anm-bengali/media/media_files/o8ED5ZXepPeUVHzQm3R5.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচন। হরিয়ানার সোনিপতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "যেখানেই কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে, সেখানেই তারা অনেক দুর্নীতি করেছে। কংগ্রেস হল সেই দল যারা ভারতের সরকার ব্যবস্থায় দুর্নীতির জন্ম দিয়েছে এবং লালন করেছে। কংগ্রেস ভারতে দুর্নীতির জননী। 'কংগ্রেস কা শাহিপরিবার, দেশ কা সবসে ভষ্ট পরিবার হ্যায়'। হাইকমান্ড যখন দুর্নীতিগ্রস্ত তখন সবাই দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স পায়। ১০ বছর আগে হরিয়ানা লুঠ করেছিল কংগ্রেস সরকার। কৃষকদের জমি লুট করা হয়েছে। 'কংগ্রেস নে হরিয়ানা কো দালালন অউর দামাদোঁ কে হাওয়ালে কর দিয়া থা'। 'হরিয়ানা মে এক ভি নওকরি অ্যায়সি নেহি থি জাহান খারচি অউর পারচি না চলতি হো'। এই দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে ক্ষমতা থেকে মাইলের পর মাইল দূরে রাখতে হবে। কর্নাটকে কংগ্রেসের অবস্থা দেখুন। জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী। গতকাল, কর্ণাটক হাইকোর্ট বলেছে যে তদন্তের আদেশ সঠিক এবং তদন্ত হওয়া উচিত। দলিতদের জন্য বরাদ্দ তহবিলেও কেলেঙ্কারি করেছে কংগ্রেস। গোটা দেশে কংগ্রেসের থেকে অসৎ দল আর একটিও নেই।"
#WATCH | Addressing a public rally in Sonipat, PM Modi says, "Wherever the Congress government came to power, they did a lot of corruption...Congress is the party that gave birth to and nurtured corruption in India's government system. Congress is the mother of corruption in… pic.twitter.com/AoBv3eHycc
— ANI (@ANI) September 25, 2024
/anm-bengali/media/media_files/wcvk0HSOcXcOBR1fciJV.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us