/anm-bengali/media/media_files/2025/07/08/whatsapp-image-2025-07-08-2025-07-08-17-04-23.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: বাড়ছে বৃষ্টি তারই মাঝে জল নেই নগর নিগমের কলে। নাজেহাল অবস্থা দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। নগর নিগমের কোনও হেলদোল নেই, কটাক্ষে বিজেপি। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস নগর নিগমের।
দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তা নির্মাণের জন্য নগর নিগমের পাইপলাইন ফেটেছে। সেই ফাটল দিয়েই বেরিয়ে যাচ্ছে সব জল। পৌঁছাচ্ছে না মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় নগর নিগমের কলের জল। চার দিন ধরে গোটা এলাকায় তৈরি হয়েছে জল সংকট। স্থানীয়দের অভিযোগ, তাদের জল আনতে হচ্ছে অনেক দূর থেকে। জলের ট্যাঙ্কারও পাঠানো হয়নি। দুর্গাপুর নগর নিগম থেকেও কেউ দেখতে আসেনি বলে অভিযোগ। কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "রাস্তা নির্মাণের জন্য দুর্গাপুর নগর নিগমের পাইপলাইন ফেটে গেছে। সেজন্য এলাকার মানুষ জল পাচ্ছে না। তারপরেও কোনও হেলদোল নেই দুর্গাপুর নগর নিগমের। দ্রুত এলাকায় পানীয় জল পৌঁছতে হবে, কমিশনারের কাছে এই দাবি রাখছি"। দ্রুত জলের সমস্যা সমাধান না হলে বিক্ষোভে নামার হুঁশিয়ারি বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডলের। যদিও প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন, "আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ডবল লেনের রাস্তা নির্মাণের জন্য পাইপলাইন ফেটে গেছে। আমরা ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানিয়েছি। দ্রুত মেরামত করা হবে। এলাকাতেও খুব তাড়াতাড়ি পানীয় জল মিলবে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/08/screenshot-2025-07-08-161906-2025-07-08-16-19-28.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us