New Update
/anm-bengali/media/media_files/2025/04/14/8ElgYybAu1hMxr17GC4c.png)
নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই পয়লা বৈশাখ। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পট শিল্পীদের পটচিত্র বিশ্ববিখ্যাত। পিংলার নাম সারা দেশে ছড়িয়ে রয়েছে। সেই পটচিত্র শিল্পীরা কিছু দিন আগে ডাক বিভাগের পক্ষ থেকে কাজ পেয়েছিল। এবার পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য একটি ব্যাঙ্কের পক্ষ থেকে ২০০০ সামগ্রী তৈরির জন্য নিজেদের কাজের অর্ডার পেয়েছিল কয়েকদিন আগেই। ইতিমধ্যে তা ডেলিভারিও হয়ে গিয়েছে। কাপ, ছোট কুলায় এবং অন্যান্য সামগ্রীতে পটের ছবি আঁকার অর্ডার পেয়েছিল বাহাদুর চিত্রকর। প্রায় ২ হাজার পিস অর্ডার এসেছিল ছবি আঁকার। তিনি ছাড়াও বাকি শিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি। পয়লা বৈশাখের জন্য এই রকম কাজের অর্ডার পেয়ে খুব খুশি পিংলা নয়ার পটশিল্পীরা।
/anm-bengali/media/post_attachments/21369875-cb3.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us