পিংলার প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ১২ পঞ্চায়েত সদস্যর

ওই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ জন সদস্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Cover (26)

File Picture

নিজস্ব সংবাদদাতা: পিংলায় গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করে বিডিওর দ্বারস্থ পঞ্চায়েত সদস্যরা। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পিংলায়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

ওই গ্রাম পঞ্চায়েতে মোট ১৫ জন সদস্য। তার মধ্যেই ১২ জন প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করে বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করে অনাস্থার জন্য। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পেন্দু দে জানান, "আমি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক গোপন তথ্য জানিয়েছিলাম। তাই তারা আমার বিরুদ্ধে সরব হয়েছে। যা বলার আমি দলকে বলবো। অভিযোগ ভিত্তিহীন"। 

তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পিংলার বিডিও লেকপা ওয়াংচু শেরপা।