New Update
/anm-bengali/media/media_files/2025/09/13/whatsapp-image-2025-09-13-at-173428-2025-09-13-21-51-22.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার কালিয়াড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ খড়গপুর ২ নং ব্লকের বসন্তপুরে। কালিয়াড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নতুন ভবনের দ্বারোদ্ঘাটনও করলেন পিংলার বিধায়ক অজিত মাইতি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সদস্য বাবলু দে সহ অন্যান্যরা। এদিন সভায় উপস্থিত ছিলেন প্রায় তেরোশো সদস্য। অজিত বাবু এদিন বলেন, এই সমবায় সমিতির ৪৫টি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। এটি একটি খুব বড় সমবায়। সারা ব্লকের কৃষি উন্নয়নের কাজকর্ম এরা পরিচালনা করে। সারা জেলায় এদের একটা বড় ভূমিকা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/98fdedee-7f9.png)
অজিতবাবু আরো বলেন, সমবায়কে স্বচ্ছ রাখতে হবে এবং সমবায়কে আরো বেশি করে মানুষের কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীও চান উন্নয়ন যজ্ঞে সমবায় আরো বেশি করে সামিল হোক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us