/anm-bengali/media/media_files/Nm3GA8KKpAALBxp3rK3v.jpg)
ফাল্গুনী পাত্র
নিজস্ব সংবাদদাতা : লক্ষ্য নারীদের অধিকার প্রতিষ্ঠা! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বৈরাচারী বলে কটাক্ষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করাটাই সবচেয়ে বড় লক্ষ্য বলে জানালেন বিজেপির নবনিযুক্ত মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তবে, গুরুত্বপূর্ণ পদ প্রথমবার সামলাচ্ছেন না ফাল্গুনী। এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের দায়িত্বও সামলেছেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই রাজ্যে বিজেপিকে ভালোভাবে প্রতিষ্ঠা করাটাই তার লক্ষ্য বলে জানান ফাল্গুনী। বলেন, ''রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন।'' তবে ইভিএমের কারচুপির প্রসঙ্গ টেনে নিশানা করেন শাসক দলকে। বলেন, ''স্বচ্ছভাবে নির্বাচন হলেই স্বৈরাচারী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর পরাজয় ঘটবে আগামীতে।'' বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব পেয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নিশানা করে ফাল্গুনী কটাক্ষের সুরে বলেন,"এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাতেও রাজ্যে নারীদের কোনও নিরাপত্তা নেই। আগামি দিনে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।"
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us