/anm-bengali/media/media_files/2024/11/17/PGMQDAl3hiAIiPxaSjMr.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের একাধিক জায়গায় পি এইচ ইর পানীর জল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কোথাও আবার জলের স্পীড নেই। কারণ খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনসাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্সের।
/anm-bengali/media/post_attachments/1f76bfe9-b1f.png)
গতকাল বিকেলে সবংয়ের জুলকাপুর এলাকায় গিয়ে দেখেন এক ব্যাক্তির বাড়ীর ৫০০ লিটার ট্যাঙ্কে জল উঠছে পি এইচ ইর পানীয় জলের পাইপ লাইন থেকে। সেই জল বাসন মাজা, স্নান করাসহ সমস্ত বাড়ির কাজে ব্যাবহৃত হচ্ছে। এই দেখেই ক্ষুদ্ধ হোন কর্মাধ্যক্ষ সহ অনান্য আধিকারিকরা। দ্রুত সেই ব্যাক্তিকে নির্দেশ দেওয়া হয় সমস্ত পাইপ খুলে নেওয়ার জন্য।পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান কর্মাধ্যক্ষ।
/anm-bengali/media/post_attachments/e2ee93e0-daa.png)
পাশাপাশি এই ধরনের বহু অভিযোগ সবংয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসছে।পানীয় জলকে অন্য কোনো কাজে লাগানো যাবে না।যারাই এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us