New Update
/anm-bengali/media/media_files/GiaxAHNBnBgghTqmqY67.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলির আবহে দেশে পেট্রোল ডিজেলের দামে হেরফের হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি (OMCs) ডিলার কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে যে, কমতে পারে পেট্রোল, ডিজেলের দাম।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ওডিশার মালকানগিরির কুনানপল্লি এবং কালিমেলায়, পেট্রোলের দাম ৪.৬৯ টাকা এবং ৪.৫৫ টাকা কমবে। ডিজেলের দাম যথাক্রমে ৪.৪৫ টাকা এবং ৪.৩২ টাকা কমবে৷ একইভাবে, পেট্রোলের দাম ২.০৯ টাকা কমবে৷ দাম এবং ছত্তিশগড়ের সুকমায় ডিজেলের দাম ২.০২ টাকা কমবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us