/anm-bengali/media/media_files/2025/12/01/screenshot-2025-12-01-183422-2025-12-01-18-34-53.png)
নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর এলাকায় বারো মাস জল জমে থাকে। নর্দমায় জোয়ার-ভাঁটা খেলে।খেলার মাঠে জল জমে থাকায় ছেলে-মেয়েরা খেলতে পারে না। নোংরা দুর্গন্ধ যুক্ত জল মারিয়ে যাতায়াত করতে হয়। বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত বা বিধায়ককে বলেও কাজ হয়নি। যে এলাকার মানুষ জল যন্ত্রণা ভোগ করছেন সেই এলাকার ভোট শাসক তৃনমূল পায় না বলেই কাজ হয়নি, অভিযোগ বাসিন্দাদের।
বিধায়ক যদিও সেই দাবি মানতে নারাজ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সোমবার পঞ্চায়েতের লোকজন নিয়ে এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, "চার বছর ধরে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তাই ১০০ দিনের কাজ বন্ধ। পঞ্চায়েতের ফান্ডে টাকা নেই তাই এই ধরনের কাজগুলো করা যাচ্ছে না। যারা অভিযোগ করছেন তারা বিজেপির লোক সাধারণ মানুষ না"। এলাকার বাসিন্দারা জানান যে সামনে বিধানসভা নির্বাচন তাই আবার ভোট চাইতে চলে আসবেন নেতারা। তবে এবার কাজ না হলে আর ভোট দিতে যাবেন না তারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/01/screenshot-2025-12-01-183438-2025-12-01-18-35-07.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us