নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতির উপস্থিতিতে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ করের নেতৃত্বে ডেবরা ব্লকের ডেবরার ৫/১ অঞ্চলের বিজেপির পঞ্চায়েত মালা হাজরা খান ও ডুঁয়া ১০/১ এর সিপিএমের পঞ্চায়েত মন্দিরা গোপ দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা ও ব্লকের নেতৃত্বরা।