গোটা গ্রামজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে দুটি হাতি! একজনের মৃত্যু

হাতিদুটির ভয়ে রয়েছে সবাই।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-09 at 4.33.39 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার বালিগেড়িয়া লোধা পাড়ায় মঙ্গলবার ভোরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ দু’টি হাতি গ্রামে ঢুকে পড়ে। সেই সময় বাড়ির উঠোনে থাকা বাসিন্দা জয়া আড়ি (বয়স আনুমানিক ৭০) হাতির সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, দৌড়ে পালাতে না পেরে হাতিগুলোর একটির শুঁড়ের আঘাতে তিনি মাটিতে পড়ে যান। এরপর হাতিটি পা দিয়ে চাপা দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে।

ঘটনার কিছুক্ষণ পর ওই দুই হাতি কুলটিকরী বাজারের দিকে এগিয়ে যায়। পথের ধারে সকালবেলা হাঁটতে বেরোনো আরও এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে বনদপ্তর সূত্রে জানা যায়, হাতিদুটি বর্তমানে দুর্গাহুড়ি জঙ্গলে অবস্থান করছে।

মৃতদেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ ভাঙ্গড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তারপর ময়নাতদন্তের জন্য দেহ ঝাড়গ্রাম মর্গে পাঠানো হয়। জয়া আড়ির পরিবার জানিয়েছে, ঘটনাটি ভোরবেলায় ঘটে এবং তাদের চোখের সামনে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় তাঁরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। পরিবারের দাবি— ক্ষতিপূরণ এবং একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে।

বনদপ্তর সূত্রে আরও জানা গেছে, কেশিয়াড়ি ব্লকের কুলবনি এলাকায় থাকা একটি বড় হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে এই দুই হাতি কুলটিকরী এলাকায় ঢুকে পড়ে। গোটা গ্রামজুড়ে এখন চরম আতঙ্কের পরিবেশ, রাত—দিন পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামাঞ্চলে হাতির উপদ্রব ফের একবার নতুন করে সামনে এনে দিল মানুষের জীবনসংকটের করুণ চিত্র।

WhatsApp Image 2025-12-09 at 4.43.22 PM