হারানো ফোন খুঁজে পেতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নতুন উদ্যোগে ‘খোঁজ’

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তৈরি ‘খোঁজ’-এর মাধ্যমে হারানো ফোন ফেরত পেলেন আসল মালিকরা।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-09-26 at 10.05.32 AM

daspur

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর থানার সহযোগিতায় পুজোর আগে খুশির হাওয়া বইলো দাসপুর থানা এলাকায়। সম্প্রতি দাসপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া একাধিক হারানো মোবাইল ফোন সেগুলির আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

cvghjh

জানা গেছে, বিগতদিনে বিভিন্ন কারণে বহু মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। এরপর জেলা পুলিশের উদ্যোগে তৈরি ‘খোঁজে’র মাধ্যমে, হারানো ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়। দাসপুর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হল মোবাইল ফোনগুলি।

হারানো ফোন ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। পুলিশের এই উদ্যোগে কে সাধুবাদ জানিয়েছেন অনেকে।