New Update
/anm-bengali/media/media_files/Rqx1ngVANvbW4dhIZJiN.png)
নিজস্ব সংবাদদাতা: ফের আরপিএফয়ের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর। সোমবার পুরুলিয়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রী ট্রেন থেকে নিচে পড়ে যাচ্ছিলেন। সেই সময় প্ল্যাটফর্মে কর্মরত ছিলেন আরপিএফ-এর মহিলা কনস্টেবল বিকে মাহাতো। তিনি ওই যাত্রীকে পড়ে যাওয়ার সময় দেখতে পান। দ্রুত ছুটে এসে তাকে ধরে ফেলেন তিনি। অল্পের জন্য প্রাণ বাঁচে ওই যাত্রীর। ট্রেনটি ছিল ০৮৬৪৮ বারাভূম-আদ্রা মেমো স্পেশাল। উল্লেখ্য, দেশজুড়ে প্রত্যেক রেল স্টেশনে অসংখ্য যাত্রীর প্রাণ বাঁচিয়ে চলছেন আরপিএফ কর্মীরা। তাদের তৎপরতায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে অনেক যাত্রী ফিরে আসছেন।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us