New Update
/anm-bengali/media/media_files/2025/05/28/FAg6zJc7jrZIOBqnWyjk.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে পিড়াকাটা ফাঁড়ির অন্তর্গত ভাত মোড় এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা। আহত কমপক্ষে ৩৫ জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে এসেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে বাসটির চাকায় কোনওরকম সমস্যা হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা পড়ে যায় একটি জমির মধ্যে। বাসের কাঁচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে এই দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই।
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us