New Update
/anm-bengali/media/media_files/2025/11/01/whatsapp-image-2025-11-01-at-205437-2025-11-01-20-55-01.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নানুরের পাপুড়ি গ্রামে প্রতি বছর হয় এক অনন্য উদ্যোগ — বালক ভোজন। প্রয়াত সাজু শেখের মা সাদিকা বিবি ছেলের মৃত্যুর পর পাওয়া পেনশনের টাকায় এই ভোজনের আয়োজন করেন। ২০০০ সালে সিপিএমের হার্মাদদের হাতে খুন হন সাজু। সেই শোক ভুলে মা বেছে নিয়েছেন সেবার পথ। প্রায় ১৪০০ শিশুকে একসঙ্গে বসে খাওয়ান — বিরিয়ানি, মাংস, দই, মিষ্টি।
ধর্ম বা জাতপাতের ভেদ নেই। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের পরিবার এই আয়োজনের দায়িত্ব নেন। হারানোর বেদনা ছাপিয়ে মানবতার উৎসব হয়ে উঠেছে এই বালক ভোজন।
/anm-bengali/media/post_attachments/4420eded-845.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us