জলে ডুবে কাঁসাই, হচ্ছে না চাষবাস! ব্যবস্থা করল পঞ্চায়েত

চাষীরা খুশি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-27 at 3.22.33 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েকবছর ধরে বর্ষার সময় চাষবাস করতে পারত না পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়িয়া, শালডহরী সহ বেশ কয়েকটি মৌজার চাষীরা। এ বছরও মাঠে ধান লাগানো হয়ে গিয়েছে। কিন্তু প্রায় দুই মাস হতে যায় কাঁসাই নদী একইভাবে ভরে আছে জলে। তাই মাঠের জল নদীতে প্রবেশ করছে না। অপরদিকে দফায় দফায় বৃষ্টি চলছে। আর তাতেই বেজায় সমস্যায় এই মৌজাগুলির চাষীরা। 

তবে সেই সমস্যায় কিছুটা হলেও স্বস্তির ব্যবস্থা করলো ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েত। বর্তমানে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে দুটি বড় পাম্পের ব্যবস্থা করল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তার মাধ্যমে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। এতে কিছুটা স্বস্তি হলেও পাম্পের সংখ্যা আরো বাড়ানোর আবেদন করেছে চাষীরা, তবেই তারা প্রকৃত উপকার পাবে।

এ বিষয়ে ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা জানান যে দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা হয়ে আসছে। এই বছরও লাগাতার বৃষ্টি। নদীতে জল। তাই ধান জলে ডুবে আছে৷ তাদের সাময়িক প্রচেষ্টায় দুটি পাম্প লাগানো হয়েছে। তাতে মাঠের জল নদীতে ফেলা হচ্ছে। এতে চাষীদের জলে ডুবে থাকা ধান গাছগুলো বাঁচবে। আগামীতে আরো কয়েকটি পাম্প বাড়ানো যায় কিনা দেখছেন তারা।

Screenshot 2025-08-27 144125