রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য, জখম দুই শ্রমিক

লোটাস প্রেস এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-26 at 19.08.23

File Picture

নিজস্ব সংবাদদাতা: রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য, উড়ে গেল ব্যালকনি। গুরুতর জখম দুই শ্রমিক। এদিন সকালে রামপুরহাটের লোটাস প্রেস এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ হয়। ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে, রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানোর সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। লরি থেকে সিলিন্ডার নামানোর সময় একটি সিলিন্ডার মাটিতে পড়তেই প্রচণ্ড বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়ির দরজা -জানলা কেঁপে ওঠে, ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় পাশের বাড়ির ব্যালকনি ও দেওয়ালের বড় অংশ। অন্তত তিনটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হন দিঘীরপাড়ের শেখ আবু তালেব মুন্না এবং দিঘুলির উজির হোসেন। বিস্ফোরণের ধাক্কায় একজনের হাত এবং অন্যজনের পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত দু’জনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।