/anm-bengali/media/media_files/44jWVsZi1dgVi1hgi03e.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের কালবৈশাখীর দাপট রাজ্যজুড়ে। রেললাইনে ওভারহেডের তার ছিঁড়ে থমকে গেল ট্রেন। দুর্যোগ মাথায় নিয়ে তীব্র উৎকণ্ঠায় যাত্রীরা। এদিকে এদিন তীব্র গরমে রেললাইন কিছুটা বেঁকে যাওয়ায় বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ ছিল আরামবাগ-তারকেশ্বর শাখায়। এবার এই শাখাতেই ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ তারকেশ্বর-আরামবাগ-গোঘাটের ট্রেন চলাচল।
মঙ্গলবার বিকালে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা। এদিন বিকাল থেকে প্রবল ঝড়ে খানাকুলের কোলেপুকুর এলাকার পেট্রোল পাম্পের শেড ভেঙে পড়ে। সূত্রে খবর, ঘটনার সময় পাম্পের কর্মীরা ছাড়াও বেশ কয়েকজন গ্রাহক পাম্পে ছিলেন। অনেকেই আহত হয়েছেন বলে খবর। তাদের চিকিৎসার জন্য খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।