/anm-bengali/media/media_files/2025/06/28/screenshot-2025-06-28-pm-2025-06-28-14-06-56.png)
নিজস্ব প্রতিনিধি: বন্যার জল কমতেই দেখা দিয়েছে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত একাধিক। এলাকায় চলছে মেডিক্যাল ক্যাম্প। খবর পেয়ে আন্ত্রিক আক্রান্ত গ্রামে পঞ্চায়েত সমিতি ও স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে ব্লিচিং ছড়ানো থেকে সচেতনতার পাঠ দিলেন মহকুমাশাসক। বন্যা কবলিত এলাকায় কাদামাটির রাস্তা পেরিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছেছেন এলাকায়। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন তারা। আন্ত্রিক আক্রান্ত এলাকায় এমনই ছবি দেখা গেল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে আন্ত্রিক আক্রান্ত হয়েছেন একাধিক মানুষ।
/anm-bengali/media/post_attachments/b8b37157-1c0.png)
প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা, তৎপর প্রশাসনের আধিকারিকেরা। মহকুমা প্রশাসন সূত্রে খবর, কয়েক দিন ধরে প্লাবিত ঘাটালে বন্যার জল কমতেই দেখা দিয়েছে আান্ত্রিকের প্রকোপ, শুধুমাত্র উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছে ৬ জন, বাড়ছে আক্রান্তর সংখ্যা। প্রশাসনের তরফে এলাকায় মেডিক্যাল ক্যাম্প থেকে আশা স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ঔষধ বিলি সহ করনীয় বিষয়ে সচেতনতার পাঠ দেন। তাদের সাথে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার মহকুমাশাসক ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, দুজনকেই গ্রামে ঘুরে নিজে হাতে ব্লিচিং ছড়াতে দেখা যায়। প্রশাসনের আশ্বাস ভয়ের কিছু নেই, স্বাস্থ্য দপ্তর সজাগ রয়েছে, এসময় পানীয় জল খাওয়ার বিষয়ে একটু সচেতন হয়ে পান করা এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গ্রামের বাসিন্দাদের আবেদন করা হয় মহকুমা প্রশাসনের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us