এই জেলা এবার ভাসবে ভারী বৃষ্টিতে! জারি হল ALERT

ঝেঁপে আসছে বৃষ্টি। এই কারণে পশ্চিমবঙ্গের জারি করা হল কমলা সতর্কতা। বাইরে বেরোনোর আগে সতর্ক হয়ে যান। কোথায় কোথায় সতর্কতা জারি করা হল? রইল লেটেস্ট আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
112

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে। তবে ভারী বৃষ্টি হবে না বললেই চলে। অন্যদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস বলছে যে এখনও পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে অমৃতসর, চণ্ডিগঢ়, নাজিবাবাজ শাহজাহানপুর, গোরখপুর, সোপাউল ও বালুরঘাটের উপর। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে।