অপারেশন সাকসেসফুল! সুস্থ রয়েছেন মানস রঞ্জন ভুঁইয়া

বাঁ চোখের অপারেশনের করিয়ে বর্তমানে সুস্থ আছন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
manas ranjanhh

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাজের ব্যস্ততায় নিজের শরীর খেয়াল রাখতে ভুলে যান। তাই সময় করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিজের শারীরিক সমস্যার সমাধান করলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া। বাঁদিকের চোখের দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। গতকাল কলকাতায় বাঁ চোখের অপারেশনের করিয়ে বর্তমানে তিনি সুস্থ আছন। ইতিমধ্যে জেলা ও রাজ্য স্তরের নেতারা তাঁর খোঁজ খবর নিতে শুরু করেছেন।

WhatsApp Image 2025-03-22 at 16.45.15