New Update
/anm-bengali/media/media_files/jOhV5cPXLFJ7yQm4qiIx.jpg)
নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ গাড়ি খুলে চক্ষু চড়ক গাছ ! কোলাঘাটে নাকা চেকিং এর সময় উদ্ধার হল গাঁজা। আটক করা হয়েছে গাড়ির ড্রাইভারকে।
আজ সকালে কোলাঘাটে বীট হাউস থানার নাকা চেকিং এর সময় উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ কিলোরও বেশি পরিমাণ গাঁজা।
/anm-bengali/media/post_attachments/3b75c934-336.png)
পুলিশ সূত্রে জানা যায় যে, কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে কলকাতা যাওয়ার জন্য একটি পণ্য বোঝাই গাড়িতে চেকিং করে কোলাঘাট থানার পুলিশ সেখানেই দেখে বিপুল পরিমাণের গাঁজা। গাড়িসহ ডাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বীট হাউস থানাতে। ইতিমধ্যেই ড্রাইভারকে আটক করেছে কোলাঘাট হাউস থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/86c78e36-235.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us