৪৫ মিনিটেই এক হাঁটু জল ক্লাসরুমে

কিছুক্ষণের বষ্টিতেই পুকুরে পরিণত হয়েছে ক্লারুম। চারিদিকে জল থৈ থৈ। এক হাঁটু জল। বৃষ্টিতে বন্ধ পড়াশোনা। বেহাল অবস্থা রাস্তার। যানজট। ঝাড়গ্রামের স্কুলের অবস্থা এমনই।

author-image
Pallabi Sanyal
New Update
11

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বৃষ্টির জেরে ডুবে গেলো ঝাড়গ্রাম বিনোদ মঞ্জুরী বালিকা বিদ্যালয়ের ক্লাসরুম ও স্টাফ রুম। এক হাঁটু জল পেরিয়ে ক্লাস রুমে যাচ্ছেন পড়ুয়া সহ শিক্ষিরা। স্কুল ছুটি হওয়ার আগেই পড়ানো বন্ধ করেন শিক্ষিকারা। কারণ ক্লাস রুমের মধ্যে এক হাঁটু করে জল প্রবেশ করেছে সেই জলের উপর দাঁড়িয়ে রয়েছে সমস্ত ছাএীরা যার ফলে ক্লাস বন্ধ করে স্কুলে পড়া ছাত্রীদের নিয়ে যাওয়া হয় অন্য সুরক্ষিত জায়গায়।

12343

দীর্ঘদিন একই রকম চিত্র দেখা যাচ্ছে এই বিদ্যালয় সমস্যায় পড়ছেন স্কুলের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা কারণ স্কুল চত্বরে থাকা যে সমস্ত নিকাশী নালা রয়েছে অল্প বৃষ্টিতে নিকাশী নালার জল গিয়ে প্রবেশ করছে বিদ্যালয়ের মধ্যে। বারংবার পৌর প্রশাসনকে জানিও কোন সদুত্তর পাননি স্কুলের প্রধান শিক্ষিকা।