New Update
/anm-bengali/media/media_files/33aaFspGQSawW6aEouER.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বৃষ্টির জেরে ডুবে গেলো ঝাড়গ্রাম বিনোদ মঞ্জুরী বালিকা বিদ্যালয়ের ক্লাসরুম ও স্টাফ রুম। এক হাঁটু জল পেরিয়ে ক্লাস রুমে যাচ্ছেন পড়ুয়া সহ শিক্ষিরা। স্কুল ছুটি হওয়ার আগেই পড়ানো বন্ধ করেন শিক্ষিকারা। কারণ ক্লাস রুমের মধ্যে এক হাঁটু করে জল প্রবেশ করেছে সেই জলের উপর দাঁড়িয়ে রয়েছে সমস্ত ছাএীরা যার ফলে ক্লাস বন্ধ করে স্কুলে পড়া ছাত্রীদের নিয়ে যাওয়া হয় অন্য সুরক্ষিত জায়গায়।
/anm-bengali/media/media_files/6FPVQxLK8NZZKUxVocwj.jpg)
দীর্ঘদিন একই রকম চিত্র দেখা যাচ্ছে এই বিদ্যালয় সমস্যায় পড়ছেন স্কুলের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা কারণ স্কুল চত্বরে থাকা যে সমস্ত নিকাশী নালা রয়েছে অল্প বৃষ্টিতে নিকাশী নালার জল গিয়ে প্রবেশ করছে বিদ্যালয়ের মধ্যে। বারংবার পৌর প্রশাসনকে জানিও কোন সদুত্তর পাননি স্কুলের প্রধান শিক্ষিকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us