বাজ পড়ে মৃত এক, আহত এক

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
rain

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: নন্দকুমার থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খঞ্চি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা ধীরাজ হাজরার মৃত্যু হল বজ্রপৃষ্ট হয়ে। তার বয়স ছিল ২১। 

জানা যায়, আজ সকালে পাওয়ার টেলার নিয়ে হাল করতে মাঠে যায় ধীরাজ। হাল চলাকালীন হঠাৎ বাজ পড়লে ঘটনা স্থলেই ধীরাজের মৃত্যু হয়। পাশে থাকা তার বাবা তেল নিয়ে গেলে তিনিও অজ্ঞান অবস্থায় পড়ে যান। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা ধীরাজকে মৃত বলে ঘোষণা করেন। তার বাবা অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। এই ঘটনায় এলাকায়  নেমে এসেছে শোকের ছায়া।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র