নিজস্ব সংবাদদাতা: বীরভূমের মুরারই ২ নং ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নং বুথে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ জওয়ান মহেন্দ্র সিংয়ের৷ ভোটের ডিউটিতে এসেছিলেন তিনি। কিন্তু এখানে এসে অত্যধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে জানা গিয়েছে। নিহত জওয়ানের বাড়ি উত্তরাখণ্ডে। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
![WhatsApp Image 2024-05-13 at 13.29.02.jpeg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/nN2HRkOeukl78dc3Puu5.jpeg)
![huy5rrwed.png](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/U88XRo7e5EioZXDOEOxh.png)
![Add 1](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)