অস্ত্রসহ গ্রেফতার ১, উদ্ধার ৯৮ রাউন্ড গুলি ও পিস্তল

কোথা থেকে মিলল এগুলি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-28 at 12.00.47 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ গতকাল রাতে ঝাউবেড়িয়া মুহররমটোলা মাঠের কাছে অভিযান চালিয়ে আসরাফুল মণ্ডল ওরফে ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে মুর্শিদাবাদের জুগিন্দা মাল্লোপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজড ৭ মিমি পিস্তল, চার রাউন্ড ৭ মিমি তাজা গুলি ও ৯৮ রাউন্ড ১২ বোরের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। ডোমকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

WhatsApp Image 2025-07-28 at 11.37.44 AM