/anm-bengali/media/media_files/2025/07/02/whatsapp-image-2025-07-02-2025-07-02-16-43-11.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্লাস্টিক দিন গাছ নিন- প্লাস্টিক বর্জন করে পরিবেশকে সুস্থ রাখার বার্তা বিডিওর। লাইন দিয়ে বিডিওর হাতে প্লাস্টিক তুলে দিলেন এলাকাবাসী।
বুধবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিহরপুর এলাকায় প্লাস্টিক মুক্ত কর্মসূচি পালিত হল। এখানে প্লাস্টিক সংগ্রহ ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে এদিন যারা বিডিওর হাতে প্লাস্টিক তুলে দিলেন তাদের কে একটি করে চারা গাছ উপহার দেওয়া হল ডেবরা ব্লক ও ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। অর্থাৎ প্লাস্টিক মুক্ত সমাজ ও সবুজায়নের লক্ষ্যে ডেবরা ব্লক প্রশাসন উদ্যোগী হয়েছে। একদিকে প্লাস্টিক গ্রহণ করা হবে আর একদিকে চারা গাছ উপহার দিয়ে পৃথিবীকে সবুজ করা হবে, এটাই ডেবরা ব্লকের উদ্দেশ্য। উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা ব্লকের জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ সাঁমই সহ অনান্যরা। এদিন ব্লক জুড়ে প্রায় ৬০ হাজার মানুষ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক তুলে দেন বলে জানান বিডিও প্রিয়ব্রত রাড়ী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/screenshot-2025-07-02-162006-2025-07-02-16-20-25.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us