দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বৃদ্ধ

স্নান করতে গিয়ে তলিয়ে গেল বৃদ্ধ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-13 2.58.09 PM


নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে বুদবুদের রণডিয়ায় দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বাদল বাগদি নামের ৭৫ বছরের বৃদ্ধ। বুদবুদ থানার অন্তর্গত চাকতেঁতুল পঞ্চায়েত এলাকার রণডিয়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ। রবিবার বাদল বাগদি দামোদর নদে স্নান করতে যায়। সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে নদে তলিয়ে যায়। দুর্গাপুরের দামোদর ব্যারাজ থেকে জল ছাড়ার জেরে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। উদ্ধার কাজে সহযোগিতা করছেন এলাকার মানুষ ও বুদবুদ থানার পুলিশ।

 দামোদর নদে স্নান করতে গেলে এইরকম দুর্ঘটনা ঘটেই থাকে, তবুও কোথাও যেন সচেতনতার অভাবের জন্যই বারবার এই ঘটনা ঘটছে। বিকাশ আঁকুরে নামের এক ব্যক্তি বলেন, "নৌকার উপরে ছিলাম আমি। ওই বৃদ্ধ জলে তলিয়ে যাচ্ছে দেখে উদ্ধার করতে গেলাম। জলের স্রোত থাকায় ব্যর্থ হলাম। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসেছে। উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।"