New Update
/anm-bengali/media/media_files/FGsleivADT9w06hE24fE.jpg)
কুড়মি সমাজের ডাকে বনধ
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : কুড়মি সমাজের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির ডাকে ১২ ঘন্টার বনধ পালিত হচ্ছে জঙ্গলমহল জুড়ে। এর প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জেলায়। কোনো বেসরকারি বাস রাস্তায় নামেনি। তার সঙ্গে সঙ্গে সরকারি বাসও দেখা যাচ্ছে না। তবে, ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। জেলায় কোথাও কোনো বিক্ষোভের তেমন কোনো খবর নেই। তবে এই বনধকে ঘিরে প্রশাসন যথেষ্ট সতর্ক। মোড়ে মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কোন দোকানপাট খোলা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us