পঞ্চমীর রাতে বাইক দুর্ঘটনায় প্রান গেল এনভিএফ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2



নিজস্ব প্রতিনিধি: পঞ্চমীর রাতে ডিউটি রত অবস্থায় থাকা কালীন পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো ডেবরা থানার এক এনভিএফ কর্মীর। মৃত এন ভি এফ কর্মীর নাম দুখু মুর্মু। বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকায়। দুই মাসের জন্য ডেবরা থানায় কাজে যোগ দিয়েছিল পুলিশ লাইন থেকে। গতকাল রাতে ডেবরা থানা থেকে ডেবরা বাজার যাওয়ার পথে পিডব্লুডি অফিসের কাছে বালিচক ডেবরা রাজ্য সড়কে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে।ঘটনাস্থল থেকেই দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনাতেই পরিবারে নেমেছে শোকের ছায়া।পঞ্চমীর রাতেই প্রান দুখু মুর্মুর। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠাবে পুলিশ।ইতিমধ্যে পরিবারে লোকজনকেও খবর দেওয়া হয়েছে।