New Update
/anm-bengali/media/media_files/03nc3Lmp16sm4hULktuv.jpg)
নিজস্ব প্রতিবেদন : আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাস্তার নামকরণ করার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর পূর্ব পল্লীতে কংক্রিটের রাস্তার শিলান্যাস করেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, আর জি কর মেডিকেল কলেজের নিহত চিকিৎসককে শ্রদ্ধা জানিয়ে এই রাস্তার নাম দেওয়া হবে 'নির্ভয়া সরণি'।
/anm-bengali/media/media_files/7shWbYzxyBowXTbr4u5j.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us