New Update
/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বুধবার হাওড়ার শিবপুরে এক অভিজাত আবাসনে স্ত্রীকে গুলি করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ গতকালই গ্রেফতার করে অভিযুক্ত গোপাল যাদবকে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবদের পর বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপাল যে নাইন এমএম পিস্তল থেকে গুলি চালায় তার স্ত্রী পুনমকে লক্ষ্য করে, সেটির কোনো লাইসেন্স ছিল না। ওই অস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপাল যাদব আদতে বিহারের শিওয়ানের বাসিন্দা। তার কাছে কিভাবে বেআইনি পিস্তল এল এবং তার সঙ্গে কোনো আন্ত:রাজ্য অপরাধ চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাকে ৭ দিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/20/screenshot-2025-11-20-153932-2025-11-20-15-40-41.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us