থমথমে জয়নগর, পরপর সিপিএম কর্মী ও সমর্থকদের বাড়িতে আগুন, বড় পদক্ষেপ

সম্প্রতি খুন হন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর।

author-image
SWETA MITRA
20 Nov 2023
New Update
dalua.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্যুর ঘটনাকে ঘিরে সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জয়নগরের (Joynagar) দলুয়াখাকি এলাকা। এই তৃণমূল নেতার খুনের ঘটনার পর ক্ষোভে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে অভিযোগ। পরপর সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে আগুন, ভাঙচুরের ঘটনা ঘটে। দলুয়াখাকিতে অগ্নি সংযোগের ঘটনায় নয়া মোড়। এই ঘটনায় প্রায় এক সপ্তাহ পর তিনজনকে গ্রেফতার করল পুলিশ। সপ্তাহখানেক আগেই তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। ধৃতরা তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ধৃতরা হল নজরুল মণ্ডল, আকবর ঢালি, আমানুল্লা জমাদার।