শহরকে যানজট মুক্ত করতে নয়া পদক্ষেপ

শহরজুড়ে একের পর এক টোটো বেড়ে যাওয়ার ফলে নিত্যদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরের প্রায় প্রত্যেকটি রাস্তায়। এখনো পর্যন্ত মেদিনীপুর শহর ও শহরতলী মিলিয়ে প্রায় ৫ হাজারেরও বেশি টোটো চলাচল করে। ব্যস্ততম সময়ে বিশাল পরিমাণ টোটোর কারণে হামেশাই যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে।

author-image
New Update
new tergear

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শহরজুড়ে একের পর এক টোটো বেড়ে যাওয়ার ফলে নিত্যদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরের প্রায় প্রত্যেকটি রাস্তায়। এখনো পর্যন্ত মেদিনীপুর শহর ও শহরতলী মিলিয়ে প্রায় ৫ হাজারেরও বেশি টোটো চলাচল করে। ব্যস্ততম সময়ে বিশাল পরিমাণ টোটোর কারণে হামেশাই যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। বিশাল পরিমাণ টোটো বৃদ্ধির কারণ হিসেবে টোটো চালকদের একাংশের দাবি, একটি ব্যক্তিরই তিন চারটি করে টোটো রয়েছে এবং নিত্যদিন নতুন টোটো রাস্তায় নামছে। টোটোর কারণে শহরের যানজট এড়াতে ইতিমধ্যেই একাধিক বৈঠকে প্রশাসনিক কর্তারা আগামী ২ রা মে থেকে অবৈধ বা বিনা লাইসেন্স প্রাপ্ত টোটোগুলির চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে শহর থেকে প্রায় তিন থেকে চার হাজার টোটো উঠে যাবে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা। তবে প্রশাসনের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অবৈধ টোটো চালকদেরই পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মেদিনীপুর শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। শুক্রবার মেদিনীপুর শহরের বহু লাইসেন্সবিহীন টোটো চালক এর কাছ থেকে শহর তৃণমূলের সভাপতির নির্দেশে নথি সংগ্রহ করা হয়। আগামী মঙ্গলবার অবৈধ টোটো চালকদের সমস্ত নথি নিয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠকও করতে পারেন শহর তৃণমূল সভাপতি। বিশ্বনাথ পাণ্ডবের দাবি, কোন টোটো বৈধ কোনটি অবৈধ সেটা নম্বর প্লেট দেখে বিচার করা উচিত নয়। মমতা বন্দোপাধ্যায় যেমন প্রতিটি মানুষেরই কথা ভাবেন সেই মতো অসহায় লাইসেন্স বিহীন টোটো চালকদের কথা ভেবেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই নিয়ে মহকুমাশাসকের সাথে কথা হয়েছে, অবৈধ টোটো বন্ধের সিদ্ধান্ত নিয়ে আগামীতে মহকুমা শাসকের সাথে বৈঠকে বসার আবেদনও জানিয়েছেন তিনি।