বিধান নগরে ভবিষ্যৎ গড়ার নতুন উদ্যোগ

বিধান নগরে ভবিষ্যৎ গড়ার কি ব্যবস্থা হল?

author-image
Aniket
New Update
s





নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিকের পর কি করবে তা অনেক সময়েই খুঁজে পায় না পড়ুয়ারা। কোন পথে এগোবো সেই নিয়ে চিন্তায় পড়তে হয় তাদের। এবার সেই সব পড়ুয়াদের আগামীর পথ সুনিশ্চিত করবে বিধান নগরের বেসরকারি সংস্থা। সেই ভরসা নিয়ে দুর্গাপুরের বিধান নগরের পাম্প হাউস মোড়ে উদ্বোধন হলো বেসরকারি নলেজ ইনস্টিটিউটের।

১৮ বছরের উর্ধ্বে সমস্ত পড়ুয়াদের স্বল্প টাকার বিনিময়ে বিভিন্ন বিষয় নিয়ে ধারণা দেওয়া হবে। ডিজিটাল বিষয়েও ধারণা গড়ে তোলা হবে। এক বছরের মধ্যে কাজের সুযোগ দেওয়া হবে। এই ইনস্টিটিউটে ভর্তি হলে আগামী প্রজন্ম পথ খুঁজে পাবে বলে আশাবাদী বেসরকারি ওই সংস্থা।