New Update
/anm-bengali/media/media_files/2025/07/21/screenshot-2025-07-21-7-pm-2025-07-21-14-20-12.png)
নিজস্ব সংবাদদাতা: পলাশের গন্ধে ভরে যাক পরিবেশ। বসন্তে পলাশের ফুলে সেজে উঠুক দুর্গাপুর। এই বার্তাকে সামনে রেখে দুর্গাপুরের নেতাজি ভবনে রোপন করা হলো ৫০ টি পলাশ গাছ। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবন কর্তৃপক্ষ ও দুর্গাপুর গ্রীন ভলেন্টিয়ার্সের উদ্যোগে এই বৃক্ষরোপণ হয়। পরিবেশ দূষণের জেরে হারিয়ে যাচ্ছে পলাশ গাছ। তাই পলাশ গাছ বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
/anm-bengali/media/post_attachments/6a0f7215-1e5.png)
উদ্যোক্তারা বলেন, "পলাশ গাছ রোপন করা হলো। আগামী দিনে এই গাছ বেড়ে উঠলে ফুল ফুটবে। সেজে উঠবে নেতাজি ভবন। বসন্ত উৎসবও পালন হবে শান্তিনিকেতনের মতো পলাশ গাছের তলায়।" পলাশ গাছ রোপন করে প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, "এই উদ্যোগ অভাবনীয়। আমরাও এই কাজগুলো যাতে পরিচর্যা হয় সেই ব্যবস্থা করব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us