Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/vEBAxwFbG8WrdlzRFUos.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ অঞ্চলের ডিংগল সুস্বাস্থ্য কেন্দ্র, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এসুরেন্স প্রোগ্রামের মূল্যায়নের ভিত্তিতে কোয়ালিটি সার্টিফিকেট পেল। সুপরিষেবা,পরিস্কার পরিচ্ছন্নতা, সমস্ত কিছুর ভিত্তিতে পুরস্কারটি পায় এই কেন্দ্রটি।আর এতে এলাকার মানুষ জনও যথেষ্ট খুশি।কয়েকদিন আগেই এই কথা ঘোষণা করেছিলেন CMOH মেদিনীপুর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us