/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আন্দামান সাগরে নতুন আবহাওয়া অশান্তির ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তার নাম হবে সেনিয়ার—সংযুক্ত আরব আমিরশাহির দেওয়া এই নামের অর্থ ‘সিংহ’।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/24/HYAu5Ojpvv4gsmsJN413.jpg)
আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান, নভেম্বরের শেষ দিকেই ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ বিশাখাপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। রাজ্যের উপকূলীয় অঞ্চলে আতঙ্কের কারণ নেই, কিন্তু সমুদ্রে অশান্তি বাড়ায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে এবং পর্যটকদের অযথা সাগরে নামতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ আন্দামান ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি বৃদ্ধির বিষয়ে পরবর্তী আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us