মেউদিচকে কংক্রিট ব্রিজের শিলান্যাস হয়ে গেল এবার

কংসাবতী ক্যানেলে মেউদিচকে একটি বিরাট কংক্রিট ব্রিজের শিলান্যাস হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-22 at 19.34.38

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাজার হাজার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল শনিবার। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের ৫/২ কেলেয়াড়া গ্রাম পঞ্চায়েতের  কংসাবতী ক্যানেলে মেউদিচকে একটি বিরাট কংক্রিট ব্রিজের শিলান্যাস হল। যার শিল্যান্যাস উদ্ধোধন করলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি সহ অনান্যরা। 

bridge hp.jpg