স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবন ও রানী শিরোমনি বিশ্রামাগারের শিলান্যাস

শুক্রবার তার শিলান্যাস করেন সাংসদ জুন মালিয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-11-28 at 18.02.23

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঘর না থাকায় মহিলা ও প্রসূতিদের সমস্যা হচ্ছিল স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে স্বাস্থ্য কেন্দ্রের কর্তারা মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার কাছে আবেদন জানিয়েছিলেন নতুন ভবনের। সাংসদ তহবিল থেকে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মেদিনীপুর সদর ব্লকের দেপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন (মহিলা ও প্রসূতি বিভাগ) নির্মাণ হতে চলেছে। শুক্রবার তার শিলান্যাস করেন সাংসদ জুন মালিয়া। উপস্থিত ছিলেন, মেদিনীপুর সদর ব্লক বিডিও, বিএমওএইচ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। 

জুন মালিয়া বলেন, “মহিলা ও প্রসূতিদের খুবই সমস্যা হচ্ছিল। আমাকে জানিয়েছিল। সাংসদ তহবিল থেকে একটি ভবন নির্মাণের শিলান্যাস করা হল”।

অন্যদিকে শালবনীতে বিশ্রামাগারের শিলান্যাস করেন জুন মালিয়া। কিছুদিন আগেই শালবনী ব্লকের অন্তর্গত কর্ণগড় মহামায়া মন্দির সংলগ্ন রানী শিরোমণি গড়ে সংস্কারের কাজ চলাকালীন মাটি সরাতেই রানী শিরোমণির গড়ে হাওয়ামহল সহ একাধিক ঐতিহাসিক স্থাপত্য উঠে আসে, এরপর হেরিটেজ কমিশনের তরফ থেকে সংস্কার এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এবার কর্ণগড় মহামায়া মন্দিরের সন্নিকটে রানী শিরোমণি নামাঙ্কিত একটি বিশ্রামাগার নির্মাণের শিলান্যাস হল শুক্রবার। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়ার সাংসদ তহবিল থেকে এই প্রকল্পের জন্য ৪০ লক্ষ্য টাকা এবং পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মোট ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। 

june1

রানী শিরোমণি গড়ে হেরিটেজি কমিশনের উদ্যোগে আড়াই কোটি টাকা ব্যয় করে যে সংস্কার কাজ চলছে তা পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, এমকেডিএ-র ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, শালবনী ব্লকের বিডিও রোমান মন্ডল প্রমুখ। আগামী তিন মাসের মধ্যে বিশ্রামাগারের কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।