New Update
/anm-bengali/media/media_files/xtV632GigtLI3QgmndPm.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন, প্রতি ভোটের আগেই ঝুরি ঝুরি প্রতিশ্রুতি দেওয়া হয় রাজনৈতিক দলগুলির তরফে। রাজ্যে ঘনিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। এদিকে,বাড়ছে কুড়মি-অসন্তোষ। একাধিক অপূর্ণ দাবি রয়েছে তাদের। তার ওপর সম্প্রতি শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনায় যে ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছে তাতে কুড়মিদেরও নাম জড়িয়েছে। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বিজেপি কুড়মিদের নামে অত্যাচার চালিয়েছে সেদিন। এদিকে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী মনে করছেন, প্রতি ভোটের আগে যেমন কোন না কোনো ইস্যু তৈরি করা হয়, এটাও সেরকমই। একুশের ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কুড়মিদের সুরাহা হয়নি কিছু। ফলে তাদের বঞ্চনার জবাব তারা দেবেন। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলে সুর চড়িয়েছেন নওশাদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us